বিএসএমআরএমইউর নতুন উপাচার্য আশরাফুল হক, ৪ শর্তে নিয়োগে প্রজ্ঞাপন জারি
শিক্ষা মন্ত্রণালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বিএসএমআরএমইউ) নতুন উপাচার্য হিসেবে রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ আইন অনুসারে রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য পদে কয়েকটি শর্তে নিয়োগ করা হলো।
0 Comments